লাক্সারি বিল্ডিং টেকনোলজি (LBT) – বাংলাদেশে লাক্সারি ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হাউজ ও হাই-রাইজ বিল্ডিং বিনির্মাণে আপনার বিশ্বস্ত পার্টনার। লাক্সারি হোম ও কমার্শিয়াল বিল্ডিং নির্মাণে আমরা বিশেষ অভিজ্ঞ। আমরা AEC ডিজাইন, BIM ডিটেইলিং এবং কনস্ট্রাকশন সার্ভিসের মাধ্যমে আপনার স্বপ্নের স্থাপনাকে বাস্তবে রূপান্তরিত করি।
আপনি যদি লাক্সারি কাস্টম ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বা হাই-রাইজ রেসিডেনশিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ করতে চান তবে আমরা ইনোভেশন, সোফিস্টিকেশন এবং বিশ্বমানের ক্রাফটসম্যানশিপের সমন্বয়ে টাইমলেস ডিজাইন তৈরি করি। আমারা বিল্ডিং ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য কন্সট্রাকশন সেবা, মালামাল থেকে ফার্নিচার ডিজাইন ও সাপ্লাই পর্যন্ত দিয়ে আসছি। এককথায় – কনসেপ্ট থেকে কনস্ট্রাকশন পর্যন্ত সকল সেবা এখন এক সাথে।
লাক্সারি বিল্ডিং টেকনোলজি - LBT বাংলাদেশে মর্ডান লাক্সারি এবং ক্ল্যাসিক্যাল লাক্সারি ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাড়ি নির্মাণে ডিজাইন কন্সাল্টেন্সি ও কন্ট্রাক্টর নির্মাণ সেবা দিয়ে আসছে।